আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || রাজধানীর ইন্দ্রনগরস্থিত সংহতি ক্লাব সংলগ্ন এলাকায় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে এক বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। গত মে মাস থেকেই এই বৃক্ষ রোপন অভিযান শুরু হয় এই সংস্থার। তারই অঙ্গ হিসেবে জুন মাসের বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। প্রত্যেক মাসে এই বৃক্ষ রোপণ চলবে বলে জানায় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক।