জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৯ জুন || টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় নয়া দিল্লীতে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এদিন প্রধানমন্ত্রীর সাথে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৭১ জন মন্ত্রী।
এদিন এন ডি এ সরকারের এই শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ৮ হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের মধ্যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লী পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে।
এদিন জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিদেশি অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।