ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে পুলিশ হেড কোয়ার্টারে ধর্ণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য ১০০০টি শূন্যপদ পূরণের জন্য গত ১০ই সেপ্টেম্বর, ২০২১ সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তীতে করোনার কারণে শারীরিক পরীক্ষা ২০২২ সাল পর্যন্ত বিলম্বিত হয়েছিল। লিখিত পরীক্ষা ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হয়। ছয় মাস হতে চলল কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফলও প্রকাশ করা হয়নি বা কোন ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফলে বাধ্য হয়ে কনস্টেবল পরীক্ষার প্রার্থীরা সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি একটি ডেপুটেশন প্রদান করে, অবিলম্বে যেন তাদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*