আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || ন্যূনতম সহায়ক মুল্যে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে এবছর রবি মরসুমে ১৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, আগামী ১৫ জুন থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হবে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২১ টাকা ৮৩ পয়সা দরে ক্রয় করা হবে। তিনি বলেন, রাজ্যস্তরে এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা হবে দক্ষিন ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে। রাজ্যের ৬টি জেলা যথাক্রমে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার ৩১টি ব্লকের ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।