যন্ত্রবন্দি মানুষের রায়

evnkদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ মে ।। ৩রা মে এডিসি নির্বাচনের মধ্য দিয়ে আরো একটা ভোট উৎসবের সাক্ষী রইল ত্রিপুরা। শান্তিপূর্ণ ভোটের প্রশ্নে মোটামুটি সব পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। ভোটারদের অভিনন্দন জানিয়েছে ভোটে অবতীর্ণ সব দল, সুষ্ঠ ও অবাধ ভোট নিয়ে জোড়ালো প্রতিবাদ করেছে বিরোধী বিক্ষন্ডিত দল গুলো কিন্তু নির্বাচন কমিশনে নালিশ লিপিবদ্ধ হয়নি। ৮৩ শতাংশ স্পর্শ করেছে ভোট দানের হিসেব, প্রথম্বার এডিসি ভোটে EVM এ ভোট দিয়েছে নির্বাচকমন্ডলী। যন্ত্রবন্দি মানুষের রায় এবার রাজ্যের জন্য ভিন্নতর বার্তা নিয়ে হাজির হয়েছে। ক্ষমতাসীন দলের জন্য এডিসি ভোট সর্বভারতীয় ক্ষেত্রে কতটা গুরুত্বের বাম প্রচারেই অনুধাবন করা গেছে। অন্যদিকে পাহাড় আগামীর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে সেই প্রশ্নের উত্তরও দেবে যন্ত্রবন্দি মানুষের রায়।
ফাইল ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*