আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন || আই আই টি’তে রাজ্যের সাবরুমের ছেলে অনির্বাণ বিশ্বাস এস সি ক্যাটাগরিতে অল ইন্ডিয়ায় ২৫২৩ রেঙ্ক পায়। জানা যায়, অনির্বাণ বিশ্বাসের বাড়ির সাবরুমে দমদমা এলাকায়। পিতা হলেন হরেন্দ্র বিশ্বাস। অনির্বাণ সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর আগরতলা হিন্দি স্কুলে একাদশ ও দ্বাদশ সাইন্স নিয়ে পড়াশোনা করে। জানা যায়, পিতা হরেন্দ্র বিশ্বাস পেশার কাঠের সো মিল ও রকমারি ফার্নিচারের ব্যবসায়ী।
অনির্বাণ বিশ্বাস জানান, তার সফলতায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তার মা এবং শিক্ষকরা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় সে। তার এই সাফল্যে বিশ্বাস পরিবারে খুশি হওয়া।