মানুষের অক্লান্ত প্রয়াসে জীবন রক্ষা পেয়েছে গর্ভবতী গাভীর

Untitled-10শান্তনু চক্রবর্তী, আগরতলা, ২৭ আগষ্ট ।। বটতলা সন্নিহিত হাওড়া নদীর বুকে বালির চরে বুধবার একটি গর্ভবতী গাভী আটকে গিয়ে মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে। নদীর তীর তথা ব্রিজের উপর অসংখ্য মানুষ জমা হয়ে যায় মুহূর্তেই।
গর্ভবতী গাভীটিকে বাঁচাতে ফায়ার ব্রিগেডে এই প্রতিবেদক , ঘটনাস্থলে থাকা মানুষ সহ ট্রাফিক বরাবর ফোন করলেও ফায়ার ব্রিগেড থেকে জানানো হয় গরু বাঁচানোর দায়িত্ব তাদের হাতে নেই, এতে ঘটনাস্থলে উপস্থিত মানুষ ফায়ার ব্রিগেডের মানবিকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে।

Untitled-11
ঘটনাস্থলে জনসাধারন বেলা তিনটা থেকে অক্লান্ত পরিশ্রম করে পাঁচটা নাগাদ গর্ভবতী গাভীটিকে বালির চর থেকে উদ্ধার করে। বলাই বাহুল্য মানুষের মনুষ্যত্বে মৃত্যুর মুখ থেকে নতুন জীবন ফিরে পেয়েছে গর্ভবতী গাভী।

Untitled-7
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*