কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের নিহতদের ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার খরচ বহন করবে ত্রিপুরা সরকারঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বললেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী নিজের সোস্যাল মিডিয়া পোস্ট করে জানান, গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে ত্রিপুরা রাজ্য সরকার। ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে ত্রিপুরা সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, ত্রিপুরা ভবনের আধিকারিকদের দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  আহতদের সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিকে রেল দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রীর মৃত্যু হলে নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় প্রত্যেক মৃতের আত্মীয়কে PMNRF থেকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। এদিন ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা যায়, আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিন রাজ্য প্রশাসনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা যায়, মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে পশ্চিম্বঙ্গের শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা।
প্রশাসনের তরফে চালু করা হল হেল্পলাইন নম্বর 👉

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*