দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ মে ।। বিধায়ক রতন লাল নাথ কংগ্রেস ভবনে মঙ্গলবার আহুত এক সাংবাদিক সন্মেলনে বিভিন্ন ঘটনা তুলে ধরে এডিসি ভোট সুষ্ঠ ও অবাধ হয়নি বলে অভিযোগ করেছেন। ভোটে নিযুক্ত একাংশ প্রিসাইডিং অফিসার এবং পুলিশী ভূমিকার সমালোচনার পাশাপাশি এই ক্ষেত্রে নির্বাচন দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রতন লাল নাথ। সাংবাদিক সন্মেলনে প্রাক্তন বিরোধী দলনেরা রতন লাল নাথ সহ কংগ্রেসের বহু উপজাতি সেলের নেতা নেত্রীরা হাজির ছিলেন।