আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || সোমবার থেকে সরোজ সংঘ ও ইকফাই এফ সি ম্যাচের মধ্য দিয় শুরু হয় রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ প্রতিযোগিতা। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৬টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবছর ১৬টি ক্লাবকে ২টি গ্রুপে রাখা হয়েছে।
আগামী ২১শে জুন বি-গ্রুপের লড়াইে ইকফাই এফ সি’র বিরুদ্ধে খেলবে বিবেকান্দ ক্লাব। এই প্রতিযোগিতাকে সামনে রেখে গত ১০ই জুন থেকে বিবেকান্দ ক্লাবের ফুটবলাররা হেড কোচ করনেন্দু দেববর্মা ও সহকারী কোচ নারায়ন দেবনাথের তত্ত্বাবধানে রাজধানীর প্রগতি স্কুল মাঠ, উমাকান্ত মিনি স্টেডিয়াম ও স্বামী বিবেকান্দ ময়দানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে।
সোমবার দলের ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায় স্বামী বিবেকান্দ ময়দানে। এদিন ক্লাবের ক্রীড়া কমিটির সচিব পার্থ বিশ্বাস জানান, এবছর দ্বি-ডিভিশনে জায়াগা করার লক্ষ্য নিয়ে দল গঠন করা হয়েছে।