আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || ভারতরত্ন সংঘ প্রতিনিয়তই সামাজিক কাজে দায়বদ্ধতা রেখে কাজ করে চলছেন। এবার ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের খেলাধুলার এগিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুর্গা প্রসন্ন দেব মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর শুভ অনুষ্ঠান করা হয়। এই দিনের মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের ২নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুর্গা প্রসন্ন দেব মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন করেন সম্মানীয় অতিথিরা। এই দিনে দুর্গা প্রসন্ন দেব মেমোরিয়াল ক্রিকেট নতুন পিচের শুভ উদ্বোধন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস বলেন, ক্ষুদে ক্রিকেটাররা এই পিচে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। খেলাধুলার মানকে আরো উন্নত করতে সবদিক দিয়ে ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি এই দিন ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী বলেন, দুর্গা প্রসন্ন থাকা কালিন এই পিচটি বানানো হয়েছিল। বহু ঘাতক প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত শুভ উদ্বোধন হলো এই পিচের।