বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ জুন || শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলায় দলীয় কাজে অংশগ্রহন করলেন বিজেপি’র যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। তিনি দলীয় কাজ সেরে ফেরার পথে শান্তিরবাজারে যুব মোর্চার কার্যকর্তাদের উৎসাহ প্রদানে ও দলীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে শান্তিরবাজারে ‘চায় পে আড্ডায়’ মিলিত হলেন। চায়ের কাপ হাতে নিয়ে দলের যুবকদের বিভিন্ন কাজে এগিয়ে যেতে পরামর্শ প্রদান করলেন বিধায়ক সুশান্ত দেব। ‘চায় পে আড্ডা’ শেষে তিনি এই দিনে কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন।
এদিনের এই আলোচনায় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি’র যুব মোর্চার রাজ্যস্তরের নেতৃত্ব সুমন দেবনাথ, শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপি’র দক্ষিন জেলার তপশিলি জাতি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।