আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ৪-বড়জোলা মন্ডলের উদ্যোগে আগরতলাস্থিত পুরাতন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে যোগা দিবস পালন করা হয়। এদিন এই যোগা দিবসে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি অমিত রক্ষিত, যুব মোর্চার সহ-সভাপতি রানা ঘোষ, ৪-বড়জলার মন্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্যরা।