২৮শে ২৮ বামফ্রন্ট

Adcদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৬ মে ।। এডিসি ভোটের ফলাফল ৬ই মে প্রকাশ হবে জানাছিল রাজ্যবাসীর, জানাছিলনা পাহাড়ের অভ্যন্তরে লুকিয়ে থাকা ভোট রহস্য। ৬ই মে ভোট গণনা যদিও ছিল ADC-র কিন্তু ভোট জ্বরে পুরোপুরি সংক্রামিত ছিল গোটা রাজ্য। ঘরে, ঘরে হাটে বাজারে সবাই ব্যস্ত ছিলেন ADC ভোটের ফলাফল জানতে। সকাল ৮টা থেকে গণনা শুরু হয় পোষ্টাল ভোট গননার মধ্যমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র পরিস্কার হতে থাকে ২০১৫ –এর ভোটেও বিরোধী শূন্য থাকবে এডিসি।
ভাটা আর জোয়ারের মধ্য দিয়ে বামফ্রন্ট একচ্ছত্র আধিপত্য নিয়ে আবার ফিরে এসেছে এডিসি তে, স্বভাবতই পুরো মাত্রায় স্বস্তিতে বামফ্রন্ট। নিশ্চিৎ ভাবেই এই জয়কে পুজি করে বাম শক্তি দেশের রাজনীতিতে অন্যরকম বার্তা দেয়ার চেষ্টা করবে। তবে এবারের এডিসি নির্বাচনের ফলাফলে IPFT –এর ফলাফল অবশ্যই পাহাড়ের রাজনীতিতে নতুন সংকেত দিয়েছে। এডিসি ভোটে বিজেপি নেমেছিল শক্তির হিসেব করতে, অন্যদিকে বিরোধী দল কংগ্রেস যে অবস্থায় পৌঁছেছে তা রীতিমতো অশনি সংকেত, INPT –এর ফলাফলও প্রত্যাশাজনক হয়নি। তীপ্রাল্যান্ডের দাবী ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও যুদ্ধ শেষে বামফ্রন্টের ২৮ এ ২৮ আসন দখল বাম দলের সাংগঠনিক শিক্তির ফল বলাই বাহুল্য।
তবে ২০১৫ এর এডিসি ভোট পাহাড়ের যে নতুন সমীকরনের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে ক্ষমতাসীন শক্তি স্ট্রেটেজী পরিবর্তন করে কোন পথে এগোয় তা র জানান দেবে আগামী দিন গুলো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*