বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন || রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চাইছে লোকাল ফর ভোকাল। রাজ্যের বিভিন্ন প্রান্তে হরিনাম সংকীর্তনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় শিল্পীরা রয়েছে। বর্তমান সময়ে স্থানীয় শিল্পীদের অবহেলা করে অকীর্তনীয়া দলদের রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে রাজ্যের শিল্পীদের অবমাননা করছে কিছু সংখ্যক ব্যবসায়ী মনোভাবনার লোকজনেরা এমনটাই অভিযোগ। শুধু মাত্র অবমাননা নয় তার পাশাপাশি স্থানীয় শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের ভিত্তিতে নিজেদের ও নিজেদের পরিবারের লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকারের সহযোগীতা কামনা করে রবিবার শান্তিরবাজার রামঠাকুর মন্দিরে তারকব্রক্ষ্ম কির্তনীয়া শিল্পী সমিতির উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।
এই সাংবাদিক সম্মেলনে উনারা জানান, এই শিল্প কাজের উপর ভিত্তি করে উনারা নিজেদের পাশাপাশি উনাদের পরিবারের লোকজনদের লালন পালন করছে। বর্তমান সময়ে অসাধু ব্যবসায়ীদের দ্বারা উনারা বাধাপ্রাপ্ত হয়ে রাজ্য সরকারের সহযোগীতা চেয়ে সাংবাদিক সন্মেলনের আয়োজন করেন।