আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসের পক্ষ কাল উপলক্ষে রবিবার ১৮-সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে উদয়স্থ নামক এক জনকল্যাণ পদযাত্রা শুরু করা হয়। ২৩শে জুন থেকে উদয়স্থ নামক জনকল্যাণ পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রার সমাপ্তি হবে আগামী ৬ই জুলাই।
রবিবার সকাল ৬টায় বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে এই পদযাত্রার শুভ সূচনা হয় ১৮-সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ১৬ নম্বর বুথের রেল চৌমুনী থেকে। এদিন এই পদযাত্রার সাথে সাথে তিনি ১৮-সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি এলাকার মানুষজদের সাথে কথাবার্তা বলেন বিধায়ক রামপ্রসাদ পাল।