আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || আগরতলা শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সামনে আগরতলা পুর নিগম কতৃক বিভিন্ন কভার ড্রেন পরিস্কার করার সময় ড্রেন থেকে নির্গত আবর্জনার প্রকার দেখে হতবাক আট থেকে আশি সকলেই। রবিবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা হতবাক ও ব্যথিত হয়ে লিখেন, বর্ষাকালে অল্প বৃষ্টিতে জল জমে নাগরিক জীবন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যত্রতত্র ফেলে যাওয়া প্লাস্টিক, কাঁচের বোতল ও অন্যান্য অপচনশীল বর্জ্য।
এদিন ড্রেন থেকে নির্গত আবর্জনার প্রকার দেখে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই ধরনের আচরন থেকে বিরত থাকতে ও সঠিক ভাবে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে শহরবাসী সহ সকলের প্রতি বিনম্র ভাবে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু-অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।