আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ এনে আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে বামপন্থী ছাত্র যুব সংগঠন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবী করে সোমবার এস এফ আই, ডি ওয়াই এফ আই, টি এস ইউ এবং টি ওয়াই এফ এই চারটি ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।