চুরি যাওয়া বাইক উদ্ধার সহ আটক চোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || গোপন খবরের ভিত্তিতে চুরি যাওয়া নম্বর বিহীন বাইক উদ্ধার করল আগরতলা পশ্চিম থানার পুলিশ। সাথে এক বাংলাদেশী বাইক চোর ও ভারতের এক দাগি বাইক চোরকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। সোম্বার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*