আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || মহারাজা বীর বিক্রম কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তাক্ত এক ছাত্র। জানা যায়, মহারাজা বীর বিক্রম কলেজে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে এ বি ভি পি এবং টি এস এফ ছাত্রদের মধ্যে মারামারিতে আহত হয় দ্বিতীয় বর্ষের এক ছাত্র খরাং দেববর্মা। জানা গেছে, সে টি এস এফ সংগঠন করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খরাং দেববর্মা। ঘটনার তীব্র নিন্দা জানালেন টি এস এফ।
ছাত্রছাত্রীদের অভিযোগ, ঘটনাটি এমবিবি কলেজের প্রিন্সিপালের সামনে হয়েছে, কিন্তু প্রিন্সিপাল কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
ঘটনার পর টি এস এফ এবং টি আক এস এফ ছাত্র সংগঠন এমবিবি কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন।