আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || অতিসত্বর ফলাফল প্রকাশের দাবীতে সোমবার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে কর্মসূচী পালন করে জেআরবিটি গ্রূপ-ডি চাকুরী প্রত্যাশীরা। জে আর বি টি’র ফল প্রকাশ করার দাবীতে বেকার যুবক-যুবতীরা শ্রম ভবনের সামনে বিক্ষোভ দেখায়।
এদিন এক চাকুরী প্রত্যাশী যুবক জানান, পরীক্ষা দেওয়ার ৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শ্রম দপ্তর। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ফল প্রকাশের দাবীতে শ্রম দপ্তরে সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।