আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || আগামী ১৪ই জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজো ও মেলা। পুরান আগরতলা খয়েরপুর এলাকায় ৭ দিন ব্যাপী চলবে ঐতিহ্যবাহী খার্চি পূজো ও মেলা। আগামী ২০শে জুলাই উৎসব ও মেলার সমাপ্তি হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী।
তিনি জানান, আগামী ১৪ই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে
উদ্বোধন হবে ঐতিহ্যবাহী খার্চি পূজো ও মেলার। সাথে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।
তিনি আরও বলেন, মেলার দিনগুলিতে দুটি ভিন্ন মঞ্চে সকাল থেকে রাত পর্যন্ত রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পানীয়জল ও আলোর ব্যবস্থা রাখা হবে। তিনি বলেন, খার্চি মেলায় দেশ ও বিদেশ থেকে সাধু-সন্ত ও ভক্তদের সমাগম হবে লক্ষ্যনীয়। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে চতুর্দশ দেবতার মন্দির সাজিয়ে তোলা হচ্ছে।