আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || মঙ্গলবার বিকেলে ৪ জন বাংলাদেশী মহিলা এবং ১জন ভারতীয় নাগরিককে আটক করে আগরতলা রেল পুলিশ। বাংলাদেশী ৪ জন নাগরিক অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। জানা যায়, এখানের মধ্যে কেউ আহমেদাবাদ, কেউ পুনে যেতে চেয়েছিল ট্রেনে করে। জানা যায়, বাংলাদেশী ৪ জন মহিলার নাম হল মিম সুলতানা (২৩), রুবায়া সুলতানা (২০), রিতু বেগম (২৮), জ্যোতি খাতুন (২০) এবং ত্রিপুরার সিপাহিজলা জেলার মহম্মদ কাসিম মিঞা (২৪)।
এই নিয়ে আগরতলা জি আর পি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়।