ভুল লোককে ই-মেল পাঠালে ভুল শুধরে দেবে জিমেল

gmতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। কখনও ভুল করে কোনও ই-মেল পাঠিয়ে পরে আফশোষ করেছেন? ভুল লোককে ই-মেল পাঠিয়ে লজ্জায় পড়ে গিয়েছেন? এবার আর লজ্জায় পড়তে হবে না। জিমেলের একটা ছোট্ট সেটিংসের সাহায্যে এই ভুল শুধরে নিতে পারবেন আপনি।
মাইক্রোসফটের আউটলুক মেল সার্ভিসের একটি অপশনের সাহায্যে মেল প্রাপক পড়ার আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ই-মেল রিকল করা গেলেও গুগলে এই ফিচার প্রথম। আনডু সেনড(Undo Send) অপশনের সাহায্যে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে জিমেল। জেনে নিন কীভাবে অ্যাক্টিভেট করবেন আনডু সেনড-
১. আপনার জিমেল অ্যাকাউন্টের সেটিংস প্যানেলে গিয়ে গো(Go) প্যানেলে যান।
২. সেটিংস প্যানেলের ল্যাবস ট্যাবে(Labs) যান। এখানেই গুগলের নতুন এক্সপেরিমেন্টাল ফিচার পাবেন। আনডু সেনড ফিচার খুঁজে নিন।
৩. এনেবেল(Enable) অপশনে হিট করে সেটিংস সেভ করুন। এই ফিচার অ্যাক্টিভেট হয়ে যাবে।
৪. পরীক্ষা করার জন্য নিজেকে একটা ইমেল পাঠান। যখনই সেনড করতে যাবেন স্ক্রিনের ওপরে আনডু সেনড ফিচার দেখতে পাবেন। ক্লিক করলেই ইমেল যাওয়া বন্ধ হয়ে যাবে। কেউ জানতেও পারবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*