সিবিএসসি-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে ঢুকে পড়ছেন মোদী

mdজাতীয় ডেস্ক ।। এবার সিবিএসসি-র সিলেবাসে ঢুকে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ঢুকছে তাঁর সরকারও! আগামী শিক্ষাবর্ষ থেকে সিবিএসসি-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে মোদী ও তাঁর সরকার নিয়ে থাকছে গোটা আলাদা চ্যাপ্টার।
একই সঙ্গে সাইকোলজির বইতে ইন্টারনেট নিয়ে থাকছে একটি চ্যাপটার।
সূত্রে খবর, ইতমধ্যে সিলেবাস পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ১৯৯৮ সাল থেকে এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন সরকারের ইতিহাস থাকছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে। ১৯৯৮ থেকে ২০০৪ ও ২০০৪ থেকে ২০১৪ সালের ইউপিএ সরকারকে নিয়েও আলাদা চ্যাপ্টার থাকছে। ব্যক্তি মোদীর সাফল্য নিয়ে থাকছে গোটা একটা চ্যাপ্টার।
দ্বাদশ শ্রেণীর সাইকোলজির সিলেবাসে থাকছে ইন্টারনেট নিয়ে চ্যাপ্টার। টিনএজারদের মধ্যে অন্তর্জালের প্রতি অতিরিক্ত মোহ সম্পর্কিত সমস্যা, তার ক্ষতিকর প্রভাব এবং সেই প্রভাব কাটিয়ে ফেলার বিবিধ উপায় বাতলানো থাকছে নয়া সিলেবাসে।
ইতিমধ্যেই সিবিএসসি স্কুলগুলির প্রিন্সিপালদের চিঠি দিয়ে সিলিবাস পরিবর্তনের কথা জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*