গোপাল সিং, খোয়াই, ৭ মে ।। ১২ রামচন্দ্রঘাট ও ৯ হালাহালি-আশারামবাড়ী কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীদের সহজ জয়। তবে বিরোধীরা আসর শূন্য হলেও ভোট শূণ্য হননি। সমস্ত রাজনৈতিকদলগুলির প্রার্থীরাই পেয়েছেন কম-বেশী ভোট। এক নজরে দেখব খোয়াইয়ের দুটি কেন্দ্রে প্রার্থীদের অবস্থান –
১২ রামচন্দ্রঘাট কেন্দ্র :-
১. বিমল দেববর্মা (তৃনমূল কংগ্রেস) : ১৭৪ টি ভোট
২. মঙ্গল মোহন জমাতিয়া (বিজেপি) : ১২৭ টি ভোট
৩. রঞ্জিত দেববর্মা (সিপিআইএম) : ১২,০৩৬ টি ভোট
৪. রবীন্দ্র দেববর্মা (কংগ্রেস) : ২৪১ টি ভোট
৫. চিত্তরঞ্জন দেববর্মা (আইপিএফটি) : ৬,৪০২ টি ভোট
৬. শিবচন্দ্র দেববর্মা (আইএনপিটি) : ৫৯৪ টি ভোট
৭. স্বরঞ্জিত দেববর্মা (এনসিটি) : ১,৫৬৩ টি ভোট
৮. নোটা : ১৫৮ টি ভোট
৯ হালাহালি-আশারামবাড়ী কেন্দ্র :-
১. উত্তম কুমার দেববর্মা (কংগ্রেস) : ৮৫২ টি ভোট
২. গুরুপদ দেববর্মা (সিপিআইএম) : ১৫,৭১৪ টি ভোট
৩. জয়ণ্ত দেববর্মা (তৃনমূল কংগ্রেস) : ২৫৯ টি ভোট
৪. দয়ানন্দ দেববর্মা (বিজেপি) : ৭৬৭ টি ভোট
৫. গৌরা কিশোর দেববর্মা (আইএনপিটি) : ১,২১৯ টি ভোট
৬. রবীন্দ্র দেববর্মা (আইপিএফটি) : ৪,৩৪৭ টি ভোট
৭. রাজেশ দেববর্মা (এনসিটি) : ৭৯৪ টি ভোট
৮. নোটা : ২০৩ টি ভোট