বিনাপানি গ্রামের জনজাতি পরিবারগুলিকে ছাগল বিতরণ করল যুব বিকাশ কেন্দ্র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || যুব বিকাশ কেন্দ্র (YVK) শনিবার জিরানীয়ার বিনাপানি গ্রামের ১০টি আদিবাসী পরিবারকে ২০২৩-২৪ সালের জন্য কৃষি প্রকল্পের অংশ হিসাবে সফলভাবে ২০টি ছাগল বিতরণ করে। এই উদ্যোগটি জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক (NABARD) দ্বারা সমর্থন করা হয়েছে।
এই প্রকল্পের লক্ষ্য হল জনজাতি সম্প্রদায়ের মহিলা কৃষকদের ক্ষমতায়ন করা এবং জীবনধারার উন্নয়ন করা। এদিনের এই অনুষ্ঠানে যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার উপস্থিত ছিলেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নারী কৃষকদের সাথে আলোচনা করেন। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন যুব বিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী সেভিয়র দেববর্মা এবং সম্পাদিকা প্রতিমা দেববর্মা।
যুব বিকাশ কেন্দ্র এই প্রকল্পটিকে উন্নয়ন অর্জনে জনজাতি পরিবারগুলিকে সমর্থন করার জন্য ডিজাইন করা একটি উদ্যোগ হিসাবে তুলে ধরেছে। এই একিকৃত কৃষি প্রকল্পের অংশ হিসাবে ছাগল বিতরণের ফলে মহিলা কৃষকদের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সম্পদ দিয়ে সজ্জিত করা হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্পটি জনজাতি সম্প্রদায়ে কৃষি পদ্ধতি উন্নীত করার ক্ষেত্রে যুব বিকাশ কেন্দ্রের প্রতিশ্রুতির সাক্ষী। প্রতি পরিবারে দুটি করে ছাগল সরবরাহ করে যুব বিকাশ কেন্দ্র মহিলা কৃষকদের পশুপালন, জৈবিক সারের জন্য সার তৈরি এবং আরও উন্নত কৃষি পদ্ধতির সঙ্গে জড়িত হওয়ার জন্য প্রৎসাহিত করেছে। এই অনুষ্ঠানের ফলে জনজাতিক কৃষকদের মধ্যে একটি উৎসাহ লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*