যান দুর্ঘটনায় নিহত এক, আহত হয় দুই

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুন || শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় নিহত এক জন এবং আহত হয় দুই জন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিট নাগাদ শান্তিরবাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় টি আর ০৩ সি ৭১৩২ নাম্বারের বাইককে একটি অজ্ঞাত পরিচয়ের অটোগাড়ী ধাক্কা দিয়ে চলে যায়। এতে করে বাইক চাকল ও বাইকে থাকা ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পরে যায়। অপরদিকে রাস্তায় থাকা এক পথচারী এই দুর্ঘটনায় সামান্য আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইকে থাকা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করে। অপরদিকে বাইক চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। এই দুর্ঘটনায় মৃতব্যক্তি বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা মন্টু সিংহ। অপরদিকে বাইক চালক হলো সুভাষ কলোনী এলাকার বাসিন্দা সম্ভু মজুমদারের ছেলে শুভজিৎ মজুমদার। জানা যায়, শুভজিৎ মজুমদারের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। সে ডাইভ্রিং লাইসেন্স ছারা ও হেলমেট ছারা বাইক চালাচ্ছিলো। এরমধ্যে বাইকে মন্টু সিংহকে নিয়ে যাবার সময় একটি বাস গাড়ী ও অটোকে ওভার ট্রেক করতে গিয়ে অটোর সঙ্গে বাইকটি সংঘর্ষ ঘটে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*