আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || আগরতলা জি আর পি থানার পুলিশ এবং আর পি এফ থানার পুলিশ যৌথ ভাবে আবারও আগরতলা রেল স্টেশন থেকে এক ড্রাগ কারবারিকে আটক করে। শুক্রবার তাকে আটক করে পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ২২ কেজি শুকনা গাঁজা। সে এগুলি রেলে করে আগরতলা থেকে বিহার নিয়ে যেতে চেয়েছিল বলে জানায় পুলিশ। এই নিয়ে আগরতলা জি আর পি থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, এই গাঁজা কারবারির নাম বীর বিকাশ বিক্রম (৪৫)। বাড়ী বিহার রাজ্যে। জানা যায়, শনিবার তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়।