আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || “সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটার ব্যবহার” – এই থিমকে সামনে রেখে এবছর পালিত হয় জাতীয় পরিসংখ্যান দিবস। ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক প্রশান্ত চন্দ্র মহলানোবিসের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ২৯শে জুন ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। শনিবার জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।