আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের আনন্দ ও উল্লাস করতে গিয়ে প্রাণ গেলো এক যুবকের। গুরুতর আহত অপর এক যুবক। ঘটনা আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ির রোডস্থিত শেরওয়ালী মিষ্টির দোকানের সামনে। জানা যায়, শনিবার মধ্যরাতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের আনন্দ করতে বেরিয়ে ঐ এলাকায় একটি বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়ানক দুর্ঘটনায় বাইক ও স্কুটির মধ্যে ঘটনাস্থলেই মৃত স্কুটি চালক, গুরুতর আহত হয় বাইক চালক। জানা গেছে, আহত বাইক চালক হল রনি সূত্রধর (১৯), বাড়ি রাজধানীর ক্যাম্পার বাজার এলাকায়। সে
রাজমিস্ত্রির কাজ করে। অন্যদিকে মৃত স্কুটি চালক রাতুল বণিক, বাড়ি জয়নগর এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।