আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || রবিবার আগরতলা প্রেস ক্লাবে টি এস এফ’র পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টি এস এফ’র জেনারেল সেক্রেটারি হামানু জমাতিয়া, চিফ অর্গানাইজেশন বিভাস দেববর্মা, তেলিয়ামুড়া ডিভিশনের সদস্য জেলি হারতম দেববর্মা প্রমুখ।