দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৭ মে ।। এডিসি নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ১৭ই মে। উল্লেখ্য বর্তমান এডিসি’র মেয়াদ শেষ হবে আগামী ১৮ই মে। সাম্প্রতিক এডিসি নির্বাচনে বামফ্রন্টের ২৮ জন সদস্যের শপথ গ্রহন অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আগামী ১৭ই মে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান খুমলুনঙয়ে পরিষদিয় ভবনে শপথ বাক্য পাঠ করাবেন আইন সচিব, পরের দিন বিভিন্ন দপ্তরের কার্যনির্বাহী সদস্যরা শপথ গ্রহন করবেন।