বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুন || মনপাথর থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের সংঘর্ষে গুরতর আহত হয় এক জন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর থানার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৩ এন ৫১১৩ নম্বরের পালসার বাইক ও টি আর ০১ এ এস ৬২২৫ নম্বরের কেটিএম বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পালসার বাইক চালক রূপজান মিয়া গুরুতর আহত হয়। জানা যায়, কেটিএম বাইক চালক দ্রুত গতিতে এসে পালসার বাইক চালককে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় রূপজান মিয়ার পায়ে গুরতর আঘাত প্রাপ্ত হয়ে পা ভেঙ্গ যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ রূপজান মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এইভাবে প্রতিনিয়ত কিছু সংখ্যক উৎশৃঙ্খল যুবকের জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটাতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজনেরা।
