আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই || পুরো ভারতের বিভিন্ন প্রান্তের জনগনের মনের কথাই উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় “মন কি বাত” কার্যক্রমে। রবিবার রাজধানীর ১৪-বাধারঘাট বিধানসভার ৩৩নং বুথ আয়োজিত এক কার্যক্রমে এলাকাবাসীর সাথে প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠানটি শ্রবন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্ধ্রপ্রদেশের আরাকু কফি, কেরলের কারথুম্বি ছাতা কিংবা কাশ্মীরের স্নো পিজের লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর কন্ঠে। তিনি বলেন, একই ভাবে সাঁওতাল বীর সিঁধু-কানু, সংস্কৃতের প্রসার এবং “এক পেড় (গাছ), মা’ কে নাম” অভিযানের কথা তুলে ধরেন তিনি।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মিনা রাণী সরকার সহ অন্যান্যরা।