বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় মহিন্দ্রা শোরুম নির্মান করা হয়। বিগতদিনে শান্তিরবাজার মহকুমায় তেমন কোনো গাড়ীর শোরুম ছিলোনা। বর্তমান সময়ে রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি শান্তিরবাজারে সুজুকি ও মহিন্দ্রা শোরুম হয়েছে। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তিরবাজারে নবনির্মিত মহিন্দ্রা শোরুমের শুভসূচনা করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। বিধায়কের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, কাউন্সিলার নেপাল চন্দ্র দাস, কাউন্সিলার ছায়া দাস সহ অন্যান্যরা।
এদিন উদ্ভোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বিধায়ক প্রমোদ রিয়াং জানান, এই শোরুম থেকে বেটারি চালিত অটো গাড়ী ক্রয় করলে সরকারিভাবে ৮০ হাজার টাকা সাবসিডি পাওয়া যাবে। এই শোরুম হোওয়াতে এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি লোকজনেরা বিশেষ উপকৃত হবেন। গাড়ী ক্রয় করার জন্য মহকুমার বাইরে কাউকে ছুটে যেতে হবেনা। এদিন এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।