বটতলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে রামনগরের নতুন বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিপুল ভোটে জয়লাভ করায় বিভিন্ন সংস্থা থেকে উনাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। সোমবার বটতলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে উনাকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উনি ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস, কর্পোরেটর নিবাস দাস, পাইকারি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ দাস সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্য সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে চলেছে। পাশাপাশি বিভিন্ন বাজারগুলিকে আধুনিকীকরণ করার চেষ্টা করে চলেছে। বটতলা বাজারটিকেও আধুনিকীকরণ করার কাজে হাত দিয়েছে পুর নিগম। এরই অঙ্গ হিসেবে ইতিমধ্যে ডিপিয়ার আহবান করা হয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী বাজার উন্নয়নের কাজে বিরোধিতা করার চেষ্টা করছে। তাদেরকেও বুঝিয়ে উন্নয়নের কাজে সামিল করতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*