গোপাল সিং, খোয়াই, ০৩ জুলাই || খোয়াই বিধানসভার অন্তর্গত খোয়াই নতুন টাউন হলে ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডলের উদ্যোগে ‘মতদাতা অভিনন্দন যাত্রা’র আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, খোয়াই জেলা সভাপতি তথা কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াইয়ের পৌর পিতা দেবাশীষ নাথ শর্মা, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারন সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই জিলা পরিষদের সদস্য তথা মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য কার্যকর্তারা।