দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ মে ।। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মদিবস পালনের প্রাক সন্ধ্যায় শহরের প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত হয়েছে ‘স্মরণে মরনে রবীন্দ্রনাথ’। চার বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ গান সঙ্গে ছিল বিষয়ধর্মী ছবি অঙ্কন। বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলীর প্যারাডাইসের অনুষ্ঠানে আকর্ষণে হাজির ছিলেন প্রচুর সংস্কৃতি প্রেমী মানুষ।