গঙ্গানগর আরডি ব্লকে সম্পূর্ণতা অভিযান কর্মসূচির সূচনা

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৪ জুলাই || বৃহস্পতিবার আমবাসা মহাকুমার গঙ্গানগরে সম্পূর্ণতা অভিযান কর্মসূচির শুভ সূচনা হয়। ২০১৮ সালে ধলাই জেলাকে এস্পিরিশনাল জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে গোটা দেশে বেশকিছু ব্লককে এস্পিরিশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে তিনটি ব্লক রয়েছে। ধলাই জেলার গঙ্গানগর আরডি ব্লক এবং উত্তর জেলার দামছড়া ও দশদা আর ডি ব্লক। এই ব্লক গুলিতে যে সকল ছয়টি সূচকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ শুরু হয়েছিল তার কতটা অগ্রসর হয়েছে সেগুলি দেখা এবং বাকি অংশ ১০০ শতাংশ পৌঁছানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই সম্পূর্নতা অভিযানের সূচনা হয়।
এদিন গঙ্গানগর কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতি আয়োগের স্পেশাল এডভাইজার রাজিব সেন, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ সহ বিভিন্ন দপ্তরের আধিকারী এবং নীতি আয়োগের আধিকারিকরা। এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন রাজিব সেন সহ অন্যান্য আধিকারিকরা।
পরবর্তী সময়ে অনুষ্ঠানে উপস্থিত আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকের কাজ করতে গিয়ে কি কি সমস্যা রয়েছে সেগুলি সম্পর্কে তিনি অবগত হন এবং দপ্তরের আধিকারিকদের সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ও সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়গুলি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরবর্তী সময়ে গঙ্গানগর স্কুল সেখানকার একটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও একটি হেলথ ওয়েলনেস সেন্টার পরিদর্শন করেন তিনি।
এদিন এক সাক্ষাৎকারে রাজিব সেন বলেন, এই সম্পূর্ণতা অভিযানের মধ্য দিয়েই ছয়টি যে সূচক রয়েছে তার কার্যক্রম ১০০ শতাংশে পৌঁছানো হবে আজ এই কার্যক্রমের সূচনা হয়েছে এবং আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হবে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে ত্রিপুরার ঐতিহ্যবাহী হজাগরী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*