আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || বৃহস্পতিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্র সভাগৃহে “প্রাকৃতিক দূর্যোগ মিধিলিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সহায়তা প্রদান” অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রাণী সরকার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকারেরন অধিকর্তা ফণিভূষণ জমাতিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য।