আগরতলা, ৯ মে ।। রাজ্যে পারফর্ম করে গেল পশ্চিম বঙ্গের সঙ্গীত শিল্পী মীর এবং অনুপম রায়। রাজধানীর নেতাজী স্কুল মাঠে মীর ও অনুপম রায় –এর লাইভ ইন কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। সন্ধ্যার পর থেকেই নেতাজী স্কুল মাঠে মীর ও অনুপম রায় –এর লাইভ শো দেখার জন্য ভীড় জমতে থাকে। স্কুল মাঠে প্রচুর লোক মীর ও অনুপম রায় –এর ব্যান্ডের তালে তালে পা নাচিয়েছে।