আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || ২০২২ সালের টেট কোয়ালিফাইড বেকার যুবক-যুবতীদের একসাথে নিয়োগের দাবিতে শুক্রবার ফের একবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় টেট কোয়ালিফাইড বেকার যুবক-যুবতীরা। এদিন তাদের এই কর্মসূচি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে টেট কোয়ালিফাইড বেকার যুবক-যুবতীরা করজোড়ে আবেদন করেন যাতে তাদের অতিসত্বর নিয়োগ করা হয়।