আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || রাজধানীর উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ে রোড সেফটির উপর এক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কিভাবে রোড পারাপার করতে হবে, রাস্তায় কিভাবে চলাফেরা করতে হব, মোটর সাইকেলে উঠলে হেলমেট পরিধান করতে হবে – এসব বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। এদিন ট্রাফিক এসপি মানিক দাস অনুষ্ঠানে আলোচনা করেন।
এদিন বিদ্যালয়ের বাচ্চাদের মধ্যে আই এস আই মার্ক যুক্ত হেলমেট বিতরণ করা হয়।