সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রা গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা জনপ্লাবনে রুপান্তরিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || শহর আগরতলাস্থিত জগন্নাথ জিউ মন্দির এবং ইসকন আগরতলা মন্দির রথের দিনে নতুন করে ভাস্কর হয়ে উঠে। সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রা গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা জনপ্লাবনে রুপান্তরিত হয়। জগন্নাথের জয়ধ্বনিতে পবিত্রতার অন্যরকম আবহ সৃষ্টি হয়। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা শোভিত পথ পরিক্রমা করে হাজার হাজার ভক্তের রথের দড়ি টানের মধ্য দিয়ে। ৮ থেকে ৮০ সকলেরই বাসনা থাকে রথের দড়ি ছুঁয়ে পূন্য সঞ্চয়ের। রথ থেকে ছুঁড়ে দেয়া জগন্নাথের প্রসাদ পেতে সব ভক্তই উদগ্রীব অপেক্ষায় থাকেন। এবার বিপুল সমাগমে পালিত হয় রথযাত্রা উৎসব। রবিবার আগরতলা ইসকন মন্দির আয়োজিত রাজধানীর পূর্বাশা প্রাঙ্গন থেকে রথযাত্রার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। ভক্তের এই অনুকুল ছবিতেই পবিত্র রথযাত্রার সার্থকতা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*