সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ জুলাই || রাজ্য কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের নির্দেশে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত গন্ডাছড়া কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে রবিবার মহকুমার নারকেল কুঞ্জে অনুষ্ঠিত হয় রাজ্যের প্রথম আম্র মহোৎসব। ওই আম্র মহোৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ গন্ডাছড়া মহকুমায় ব্যাপক প্রচার চালায় কৃষি দপ্তর। রবিবার বেলা বারোটায় আম্র উৎসব উপলক্ষে ব্যাপক উৎসুক জনতার ভীড় জমে নারকেল কুঞ্জে। গন্ডাছড়া কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে আয়োজিত উক্ত আম্র মহোৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের এগ্রি সেক্রেটারি, ধলাই জেলা শাসক, গন্ডাছড়া মহকুমা শাসক ইএম রাজেশ ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখ।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে গোটা অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উক্ত অনুষ্ঠানেই ফার্মার্স নলেজ সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করেন মন্ত্রী। উক্ত আম্র মহৎসব অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।
প্রধান বক্তার ভাষনে মন্ত্রী রতন লাল নাথ বলেন, গোটা ভারতবর্ষের মধ্যে এই নারকেল কুঞ্জের সুনাম রয়েছে। এবার যুক্ত হলো আম। বিভিন্ন প্রজাতির আম এখন পাওয়া যাচ্ছে গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জে। তাঁকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।