বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুলাই || দেবদারু রাঙ্গাছড়া এলাকায় লেনদেনকে কেন্দ্র করে মাথায় আঘাত করে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ বাইখোড়া থানায় খবর যায় দেবদারু বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় রাঙ্গাছড়ায় একটি ওয়াটার পাম্প মেশিনের ঘরে এক ব্যাক্তি রক্তাক্ত অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দক্ষিন জেলার পুলিশ সুপার, মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।
এই হত্যার বিষয়ে সোমবার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা জানান, দেবদারু এলাকায় জল জীবন মিশন প্রকল্পে একটি কাজ চলছিলো। সেখানে কাজে নিযুক্ত থাকা এক শ্রমিককে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকান্ড। সোমবার পর্যন্ত মৃত ব্যাক্তির কোনোপ্রকার পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির কাছ থেকে ইন্দ্রজিৎ শীল নামে একটি আধার কার্ড পাওয়া গেছে বলে জানান মহকুমার পুলিশ আধিকারিক। তবে সঠিকভাবে এখনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান মহকুমার পুলিশ আধিকারিক। এই হত্যাকান্ডের সাথে জরিত তিন জনকে সন্দেহজনক আটক করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জরিতদের আটক করতে মাঠে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।