গন্ডাছড়া বাজারে প্রশাসনের অভিযান, বাজায়েপ্ত বহু মেয়াদ উত্তীর্ন শিশু খাদ্য সামগ্রী

সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ জুলাই || ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর সংবাদের জেরে পরিশেষে নড়েচড়ে বসলো গন্ডাছড়া মহকুমা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে গোটা মহকুমা সদর বাজারে পুলিশ টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালান মহকুমা প্রশাসনের জনা কয়েক পদস্থ অফিসার। বাজায়েপ্ত করা হয় বহু মেয়াদ উত্তীর্ন শিশু খাদ্য সামগ্রী।
প্রসঙ্গত, গন্ডাছড়া মহকুমা সদর বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি সহ খোল্লামখুল্লাভাবে বিক্রি হচ্ছে দেশী এবং বিলাতি মদ। তাছাড়াও গন্ডাছড়া মহকুমা সদর বাজারে এক লিটার কেরোসিন বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। এমন সংবাদ বেশ কয়েকবার প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে মহকুমা প্রশাসন। মঙ্গলবার মহকুমা প্রশাসনের ডিসিএম দিলীপ দেববর্মার নেতৃত্বে বেশ কয়েকজন অফিসার পুলিশ এবং টিএসআর জওয়ানরা গন্ডাছড়া বাজারে অভিযান চালায়। গন্ডাছড়া মহকুমা সদর বাজারের কোনায় কোনায় হানা দিয়ে বেশ কিছু দেশী মদ, মেয়াদ উত্তীর্ন শিশু খাদ্য বাজায়প্ত করে অভিযানকারী দলটি। অভিযানকারী দলটি একযোগে দুইটি বিলাতি মদের দোকানেও হানা দেয় এবং লাইসেন্স সহ দোকানের কাগজপত্র পরীক্ষা করে দেখেন। অভিযানকারী দলটি বাজারে প্রবেশ করতেই সংবাদ পেয়ে কিছু কালো ব্যবসায়ী বাজার ছেড়ে পালায়। তবে মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের মঙ্গলবারের অভিযানে অনেকটাই খুশী। এধরনের অভিযান সপ্তাহে একবার চায় সাধারণ মানুষজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*