আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || রথযাত্রার উৎসব উপলক্ষে আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে উদ্যোগে বুধবার আগরতলা অটল বিহারী বাজপীয় রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। দিন সকালে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ বিষ্ণু মহারাজ, আগরতলা মঠের মঠ রক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, মঠের সহ পরিচালক বিকাশ শ্রমন মহারাজ সহ অন্যান্য সাধুসন্তরা।