সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ জুলাই || মৎস উৎপাদনের নতুন দিশা ও সম্ভাবনা সহ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় উদযাপিত হল জাতীয় মৎস্য উৎপাদক দিবস। বুধবার মহকুমা মৎস সহায়কের উদ্যোগে গন্ডাছড়া ফিসারি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এদিনের কর্মশালা। এই কর্মশালায় মহকুমা মৎস আধিকারিক মদন ত্রিপুরা মৎস উৎপাদনের বিভিন্ন দিক, সমস্যা ও সমাধানের উপায় এবং রাজ্য সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর রঞ্জন ত্রিপুরা, আদিত্য সরকার, প্রদীপ ত্রিপুরা প্রমুখ। মৎস উৎপাদকরাও তাদের মৎস উৎপাদনের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এদিন উল্লেখযোগ্য সংখ্যায় স্থানীয় মৎস উৎপাদকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।